পাইকগাছায় আলোচিত ধর্ষণ ও পাশবিক নির্যাতন ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামি এনামূলকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে এএসপি সার্কেল, থানা ওসির (তদন্ত) নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কপিলমুনির পুর্ব কাশিমনগরের একটি পরিত্যক্ত মাছের ডিপো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরি কালো রংয়ের ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও একশ ইয়াবা ও ৫০ চেতনানাশক ট্যাবলেট উদ্ধার হয়। গদাইপুরের একরামূল জোয়াদ্দারের ছেলে আটক এনামূলের তথ্যমতে তার মায়ের কাছ থেকে চোরাই মোবাইল ও ডুমুরিয়ার মালতিয়া গ্রামের দীপক হালদারের ছেলে স্বর্ণকার সুমন হালদারের কাছ থেকে চোরাই স্বর্ণের দুল উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে পুলিশ এ মামলায় রাড়ুলীর ছামাদ সরদারকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছেন।
এদিকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সম্পর্কে প্রেস ব্রিফিং করেছেন সদ্য পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে রাড়ুলীতে স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুর্বত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ভ্যানাটি ব্যাগ থেকে সাড়ে ১১ হাজার টাকা, ১টি বাটন মোবাইল ও টেনে হেচড়ে কানে থাকা দু-আনা ওজনের দু'টি স্বর্ণের দুল ছিনিয়ে নেয়।
পরবর্তীতে দুর্বৃত্তরা গৃহবধূর মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে উপুর্যুপরি ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
টিএইচ